দক্ষিনদিনাজপুর

পে কমিশন লাগু করার দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে

পে কমিশন লাগু করার দাবিতে বুধবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো অর্ডিনেশন কমিটির সদস্যারা। কমিটির পক্ষ থেকে পে কমিশন অতিসত্ত্বর লাগু করার দাবি জানানো হয়।

    প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় সরকারি কর্মীদের ১৮ শতাংশ ডিএ লাগু হবে, আগামী বছর জানুয়ারী মাস থেকে। এছাড়াও এন্টারিম রিলিফ ১০ শতাংশ দেওয়ার কথা ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। এদিকে দীর্ঘ দিন আগে পে কমিশন লাগুর কথা জানানো হলেও এবারও তা লাগু না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে সরকারি কর্মীদের মধ্যে। এই সব দাবি নিয়ে এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী সদস্যারা।

    এই বিষয়ে সংগঠনের এক সদস্য বিভাস দাস জানান, মুখ্যমন্ত্রী ১৮ শতাংশ ডিএ ঘোষণা করেছেন। এটাকে কেন্দ্র করে কর্মচারীদের মূল দাবী ছিল পে কমিশন লাগু করুক রাজ্য সরকার। সেই সঙ্গে এতো মাস পর রাজ্য সরকার ডিএ দেবে এটা গ্রহণ যোগ্য নয়। তার পরিপ্রেক্ষিতে তাদের এই বিক্ষোভ।